নৌবাহিনীর সমুদ্র মহড়া শুরু রবিবার

  23-02-2019 01:23PM

পিএনএস ডেস্ক : বঙ্গোপসাগরে আগামীকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ নৌবাহিনীর চার দিনব্যাপী ‘সি কন্ট্রোল অ্যান্ড এমফিবিউস অপারেশন’ শীর্ষক সমুদ্র মহড়া শুরু হচ্ছে।

এ মহড়া সমুদ্র এলাকার ২২০ ০০’ উত্তর অক্ষাংশ ও ০৯১০ ৩৭’ পূর্ব দ্রাঘিমাংশ, ২২০ ০০’ উত্তর অক্ষাংশ ও ০৯১০ ৫১’ পূর্ব দ্রাঘিমাংশ, ২১০ ৪২’ উত্তর অক্ষাংশ ও ০৯১০ ৫১’ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২১০ ৪১’ উত্তর অক্ষাংশ ও ০৯১০ ৩৭’ পূর্ব দ্রাঘিমাংশে অনুষ্ঠিত হবে।

বুধবার মহড়া শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের জাহাজ ও নৌকা এবং ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকায় নোঙর, প্রবেশ ও অন্য কোনো ধরনের কার্যক্রমে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে নৌবাহিনী সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বলে শুক্রবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন