ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  22-04-2019 12:21PM


পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৪টার দিকে ১০/১২ জন হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন।

নিহত যুবকের নাম সুমন (২২)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে।

ওই সীমান্ত থেকে বিএসএফ মাসুদ রানা (২০) নামে অন্য এক যুবককে আটক করে নিয়ে গেছে। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

জানা গেছে, ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। তার মরদেহ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। এ সময় বিএসএফের হাতে আটক হয় মাসুদ রানা নামে অন্য একজন।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্ভবত দুপুর ১২টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন