৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, তৃতীয় দফা শুরু ২৩ এপ্রিল

  22-04-2019 08:39PM

পিএনএস (আহমেদ জামিল) : রাজধানীর চারিদিকের নদীসমূহ এবং বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রথম ও দ্বিতীয় দফা শেষ করেছে বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ)।

ঢাকা শহরের চারিদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করার লক্ষ্যে (গত ২৯ মার্চ, ২০১৯ থেকে ১৮ এপ্রিল ২০১৯) পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় দফা উচ্ছেদে অভিযানে ৩ হাজার ১ শত ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর খোলামোরা এলাকা হতে তুরাগ নদের কামারপাড়া ব্রীজ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

(২৩ এপ্রিল) মঙ্গলবার সকাল ০৯ টা থেকে টঙ্গী ব্রীজের নিকটবর্তী স্থানে তৃতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।

প্রথম এবং দ্বিতীয় দফায় ১৫৯ টি বহুতল ভবনসহ, ৪৩৪ টি পাকা, ৫২০টি আধাপাকা, ২০২টি পাকা বাউন্ডারী ওয়াল ও অন্যান্য স্থাপনা মিলে সর্বমোট ৩ হাজার ১ শত ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয় ৮১ একর জায়গা এবং তীরভূমিতে অবৈধভাবে রক্ষিত কয়লা, পাথর, ইট ও ভরাটকৃত বালি/ মাটি প্রকাশ্য নিলাম দেয়া হয়েছে ০৪ কোটি ০৫ লক্ষ ৭৮ হাজার টাকায়। জরিমানা হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন