একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু বুধবার

  23-04-2019 09:15PM

পিএনএস ডেস্ক : বিজয়ী হয়ে শপথ না নেওয়ায় বিএনপিবিহীন একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বুধবার বিকাল ৫টায়। গত নির্বাচনে বিএনপি মাত্র ছয়টি আসনে এবং জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামসহ মোট আটি আসনে বিজয়ী হওয়ার পর তারা নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। একইসঙ্গে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে জাতীয় ঐক্যফন্ট্রের ব্যানারে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও গণফোরামের মোকাব্বির খান শপথ নিয়েছেন। তারা চলতি অধিবেশনে অংশ নিবেন বলে জানা গেছে।

তবে বিএনপির ছয়জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেননি এখনও। ফলে এবারও বিএনপির আসনগুলো ফাঁকা থাকবে। সংবিধান অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপির আসনগুলো শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে এসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে তাদের অনেকে শপথ নিয়ে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারেন বলে ব্যাপক জল্পনা রয়েছে।

সংসদের আইন শাখা সূত্র জানায়, সংসদের চলতি অধিবেশন হবে সংক্ষিপ্ত। অধিবেশন কতদিন চলবে সেই সিদ্ধান্ত হবে কার্যউপদেষ্টা কমিটির সভায়। অধিবেশনে শুরুর আগে বিকাল চারটায় কার্যে উপদেষ্টা কমিটির বৈঠক আহবান করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি অধিবেশনের কার্যতালিকায় সবশেষ ২৩ এপ্রিল পর্যন্ত পাঁচটি বিল জমা পড়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন