আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হবে না: প্রতিমন্ত্রী

  25-04-2019 05:23AM

পিএনএস ডেস্ক : নতুন করে আবাসিকে আর গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আবাসিকে নয়, গ্যাস দেওয়া হবে শিল্পাঞ্চলে। শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু অসাধু মানুষ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। এতে বিদ্যুতের অপচয় বেড়েই চলছে। বর্তমানে অনুসন্ধানের মাধ্যমে দেশে চারটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। এগুলো হলো— শ্রিকাইল, সুন্দলপুর, রূপগঞ্জ ও ভোলা নর্থ। এছাড়া ২ লাখ ৫০ হাজার ৩৮১ কিলোমিটার বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয়েছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন