ক্যান্সারের কাছে হেরে গেলেন মুক্তিযোদ্ধা রাখাল

  18-05-2019 07:11PM

পিএনএস ডেস্ক : ১৯৭১ সালের রণাঙ্গনের বীর রাখাল চন্দ্র দাস (৭০) আর নেই। শনিবার দুপুর ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যানং লোকানং......স্বগুচ্ছতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা রাখাল দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

জানা যায়, মুত্রথলিতে ক্যানসার ধরা পড়ায় ঢাকার পিজি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এর কিছুদিন পর শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। সপ্তাহ খানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে ইউএনও মো. আনিছুর রহমান তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাখাল মারা যান।

বসত-ভিটাহীন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাসের পৈত্রিক বাড়ি বালাগঞ্জ সদর ইউপির চাঁনপুর গ্রামে। প্রায় ৩০ বছর পরিবার নিয়ে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বিনা ভাড়ায় মৃত্যুর আগ পর্যন্ত পরিবার নিয়ে তিনি বসবাস করে আসছিলেন।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে শনিবার বিকেলে বালাগঞ্জ সদর ইউনিয়নের শ্মশানঘাটে মুক্তিযোদ্ধা রাখালের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন