প্রয়োজনে বেশি দামে বেশি করে ধান কিনুন: দুই মন্ত্রীকে নাসিম

  18-05-2019 10:17PM

পিএনএস ডেস্ক : কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতে এবার কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের কোনভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রয়োজনে কৃষকের কাছ থেকে বেশি দামে বেশি করে ধান ক্রয় করুন।’

এজন্য অর্থমন্ত্রীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে কৃষিমন্ত্রী-খাদ্যমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ মে) রাজধানীর একটি রেস্টুরেন্টে রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘এদেশে সন্ত্রাসী, জঙ্গি, খুনি ও দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অন্যতম শান্তিপ্রিয় দেশে পরিণত হবে।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় আসবে। কারণ শেখ হাসিনার সরকার দেশকে সার্বিকভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল দিচ্ছে। এরা দেশ ও জাতির শত্রু।’ এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজউক সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রাজউকের পরিচালক (অর্থ) আবু কাউসার মল্লিকের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য নেতাও বক্তব্য দেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীতে দেয়া এক বক্তব্যে নাসিম প্রয়োজনে ভর্তুকি দিয়ে বেশি দামে ধান কিনে হলেও কৃষককে ধানের ন্যায্যমূল্য দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাসিম।

তিনি বলেছিলেন, ‘সরকার ভর্তুকি দিয়ে সার ও বীজ কম মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করছে। কিন্তু এখন ধান উৎপাদনে কৃষকের মজুরি খরচ অনেক বেশি। তাছাড়া মধ্যসত্ত্বভোগীরা ধানের মূল্যের সুবিধা বেশি ভোগ করছে। তাই কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অর্থমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষককে ধানের ন্যায্যমূল্য দেয়ার ব্যবস্থা করুন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন