ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড: নাসিম

  22-05-2019 03:14AM

পিএনএস ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশের কলেজছাত্রী রুপা ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। যারা ঘটনার সত্যতা স্বীকার করবে দ্রুত বিচার নিশ্চিত করে তাদের ফাঁসি দিতে হবে। এই খুনীদের কোনোভাবেই রেহাই দেয়া সম্ভব না।

মঙ্গলবার (২১ মে) বিকেলে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ট্রমা হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার জঙ্গি দমন করেছে, মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে, সেখানে নারী নির্যাতন কোনোক্রমেই চলতে পারে না। মাদক ও জঙ্গিবাদের মতো ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, শিশু ও নারী নির্যাতনকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে হবে। তবেই এদেশে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ বন্ধ হবে এবং সরকারের সুনাম আরো বাড়বে।

মা হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে এই হাসপাতালের নাম ‘শেখ হাসিনা ট্রমা হাসপাতাল’ করার প্রস্তাব করে সাবেক এ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে এই ট্রমা হাসপাতাল।

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জবাসীকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করেছেন, মেডিকেল কলেজ স্থাপন করেছেন, চার লেন সড়ক নির্মাণসহ অনেক মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করেছেন। মমতাময়ী এই নেত্রীর নামেই সিরাজগঞ্জে ট্রমা হাসপাতাল নামকরণ সময়ের দাবি।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন