রেলের টিকিট কিনতে কমলাপুরে উপচে পড়া ভিড়

  26-05-2019 03:16PM


পিএনএস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফিরতে রেলওয়ের অগ্রীম টিকিট কিনতে বিভিন্ন কাউন্টারে ভিড় জমিয়েছে বহু মানুষ। আজ পাওয়া যাচ্ছে ৪ জুনের টিকিট। শেষ দিনের টিকিট সংগ্রহের জন্য রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কমলাপুর স্টেশন ছাড়া টিকিট বিক্রির অন্যান্য স্থানেও আজ ব্যাপক ভিড় দেখা গেছে।

আজ রবিবার থেকে শেষ হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি। তবে অনলাইনে সার্ভার সমস্যার কারণে যেসব টিকিট বিক্রি হয়নি সেগুলো আগামী মঙ্গলবার থেকে স্টেশনে, অ্যাপে ও অনলাইনে বিক্রি করা হবে।

রেলের ঈদযাত্রা শুরু হবে ৩১ মে। তবে ৩ ও ৪ তারিখের টিকিটের সর্বাধিক চাহিদা রয়েছে। ২২-২৬ মে পর্যন্ত অনলাইন ও কাউন্টারে বিক্রি না হওয়া টিকিট ২৮ মে (মঙ্গলবার) থেকে ক্রমান্বয়ে পুনরায় অ্যাপ ও কাউন্টার থেকে বিক্রি হবে।

টিকিট না পেয়ে অনেক যাত্রী অভিযোগ করছেন রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁদের প্রশ্ন- অ্যাপে বিক্রি করা টিকিট ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হলেও কাউন্টার থেকে বিক্রি করা টিকিট কেন ডিসপ্লেতে দেখানো হচ্ছে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন