১৭ সদস্যের হজ কারিগরি দল গঠন

  16-06-2019 11:49PM



পিএনএস ডেস্ক: ধর্ম মন্ত্রণালয় ১৭ সদস্যের হজ কারিগরি দল গঠন করেছে। আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস জেদ্দা মক্কা মদিনা হজ প্রশাসনিক দল ও মৌসুমী অফিসারদের দাফতরিক সহযোগিতা ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সহায়তা প্রদানের জন্য এ কারিগরি দল গঠিত হয়।

গতকাল শনিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

১৭ সদস্যের সরকারি দলে দলে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার কাজী মুজিবুর রহমান (মদিনা), ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রউফ শাহিন (মদিনা), ধর্ম মন্ত্রণালয় প্রশাসন ২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহিতুর রহমান (মক্কা), হজ অফিস ঢাকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুসলেমিন রাজিব (জেদ্দা), ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন ২ শাখার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মো. আব্দুস সালাম (মক্কা), ধর্ম মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আবদুল জব্বার (মক্কা), ধর্ম মন্ত্রণালয়ের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. মাইনুল ইসলাম (মক্কা), ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সাইফুল ইসলাম খন্দকার (মদিনা) ও ইসলামী ফাউন্ডেশনের আইটি সেলের সহকারী সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম আশিকি (মক্কা)। অ্যামাজন ২ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ৪ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মক্কায় দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ মহসিন উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রশাসনিক কর্মকর্তা আফসার হোসেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শিহাব উদ্দিন ও ইসলামী ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের সহকারী পরিচালক জুবায়ের আহমদ আল আজহারী।

এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী ও কম্পিউটার অপারেটর রাসেল মাহমুদ মদিনায় দায়িত্ব পালন করবেন। হজ অফিস ঢাকার উচ্চমান সহকারী আব্দুল আওয়াল জেদ্দায় দায়িত্ব পালন করবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন