‌‘মা-বাবার কাছ থেকে রিকশাচালককে আপনি বলা শিখেছি’

  23-06-2019 07:58PM

পিএনএস ডেস্ক : মা-বাবার কাছ থেকে রিকশাচালককে আপনি এবং গাড়ির চালকে ‘সাহেব’ বলে সম্বোধনের পারিবারিক শিক্ষার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ১১০, ১১১ ও ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব বলেন প্রধানমন্ত্রী।

কোনো কাজ যে ছোট নয়, বা মাঠে কায়িকশ্রমের কাজ সামাজিক মর্যাদায় যে কোনোভাবে খাটো হতে পারে না তা সবাইকে অনুধাবনের আহ্বান জানিয়ে সরকারি নবীন কর্মচারিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কাজ যে ছোট কাজ নয়, এই কথাটাও মানুষকে বোঝাতে হবে।’।

তিনি বলেন, ‘লেখাপড়া শিখলেই আমি ধান কাটতে পারব না, এই যে মানসিকতা তা পরিহার করতে হবে’।

ধান কাটার লোক না পাওয়ার প্রেক্ষিতে তিনি ছাত্রলীগকে নিজ নিজ এলাকায় ধান কাটায় নেমে যাওয়ার হুকুম দেন বলে জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণি-পেশার মানুষকে মর্যাদা দিয়ে চলার আহ্বান জানিয়ে এসময় ব্যক্তিজীবনে মা-বাবার কাছ থেকে প্রাপ্ত শিক্ষা অনুযায়ী রিকশাচালককে ‘আপনি’ সম্বোধন করা, গাড়ির চালককে ‘সাহেব’ সম্বোধনের পারিবারিক শিক্ষার উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সময় আজকের প্রজন্মই সে সময়ে অনেক উঁচু আসনে অধিষ্ঠিত হবে। কাজেই এখন থেকেই সে দায়িত্ব পালনের প্রস্তুতি নিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন সরকারি কর্মচারিদের কেবল চাকরির জন্য চাকরি নয়, সেবার মানসিকতায় দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা এবং উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়ে কর্মক্ষেত্রে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাজটাকে কেবল চাকরি হিসেবে নিলে হবে না। দেশের জন্য দেশের মানুষের জন্য দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা নিয়ে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ভেতরে ইনোভেটিভ চিন্তা-ভাবনা থাকতে হবে। নিজের ভেতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে। কোন কাজ পারব, কী পারব না এই দ্বিধাদ্বন্দ্বে ভুগলে চলবে না। হ্যাঁ, আমি পারব, এ বিশ্বাসটা সবসময় নিজের ওপর রাখতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা চাইতেন বাঙালিরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং আমরা তা করতে পারব। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন