ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন দুই মন্ত্রী

  26-06-2019 01:52AM

পিএনএস ডেস্ক :রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বুধবার (২৬ জুন) কুলাউড়া উপজেলার বরমচালে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। এর আগে তারা ওসমানী হাসপাতাল পরিদর্শন করবেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গলবার (২৫ জুন) দুই মন্ত্রীর সরকারি সফরসূচি সাংবাদিকদের কাছে পাঠানো হয়।

সফরসূচি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১০টায় কমলাপুর রেল স্টেশন থেকে উপবন ট্রেনে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন এ দুই মন্ত্রী বুধবার ভোর সাড়ে ৫টায় সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবেন বন মন্ত্রী ও রেলমন্ত্রী। এরপর সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে সকাল ৯টায় রেল দুর্ঘটনায় আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যাবেন তারা।

এরপর কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন । সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা সরকারি হাসপাতালে আহতদের সাথে দেখা করবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল বরমচালে যাবেন। বিকেলে কুলাউড়া স্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার বরমচালে গত রবিবার (২৩ জুন) দিবাগত রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন চারজন, আহত হন প্রায় ২শ’ মানুষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন