৬৮ হজ এজেন্সিকে নোটিশ

  27-06-2019 12:14AM



পিএনএস ডেস্ক: চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী বেসরকারি ৬৮ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অনুমোদিত হজ এজেন্সি হিসেবে কার্যক্রম পরিচালনার সময় তারা জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৯ (২৪.১(ও) পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক নোটিশে তাদের কারণ দর্শাতে বলা হয়।

নোটিশে বলা হয়, এ ধরনের কার্যক্রমের জন্য কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার লিখিত জবাবসহ বুধবারের (২৬ জুন) মধ্যে ধর্ম মন্ত্রণালয় সচিবদের কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন