কক্সবাজারের সৈকতে ভেসে এলো আরও ৪ লাশ

  12-07-2019 10:47AM

পিএনএস ডেস্ক : কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে এলো আরও চার জেলের মৃতদেহ। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজর পুলিশ জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে তাদের মৃত্যু হয়। তারা সুমদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার শহরের ডায়বেটিক পয়েন্ট সৈকত থেকে দুজন, সুগন্ধা বিচ থেকে একজন ও মহেশখালীর ধলঘাটা থেকে আরও এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ভেসে আসা জেলেদের লাশ শনাক্ত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার চরফ্যাশনের মাদ্রাজ গ্রামের ওয়াজিদ উল্লাহ।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সাগরে টানা ৬৫ দিন মাছধরা নিষিদ্ধ থাকলেও গত ৪ জুলাই চরফ্যাশনের ১৭ জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার দুদিন পেরই ৬ জুলাই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

গত বুধবার (১০ জুলাই) কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুই জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রলারের মালিক ওয়াজিদ উল্লাহ জানান, ট্রলারডুবির ঘটনায় এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, জেলেরা সবাই চরফ্যাশন ও শশিভূষণ উপজেলার বাসিন্দা। নতুনকরে উদ্ধার হওয়া মৃতদেহ চারটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন