ঢাকা সহ সারাদেশে ভারি বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস

  13-07-2019 09:44PM

পিএনএস ডেস্ক :ঢাকাসহ দেশের বিভাগীয় শহর রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ১০টা থেকে আগামীকাল রোববার সকাল ১০টা পর্যন্ত প্রযোজ্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আকাশ রোদ ঝলমলে থাকলেও ৩টার পর থেকেই শুরু হয় ভারি বৃষ্টিপাত। বজ্রপাতের বিকট শব্দও শোনা গেছে বেশ কয়েকবার। এর আগে শুক্রবার ঢাকায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধস দেখা দিয়েছে। আজ সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভূমিধসে দুই পথচারী নিহত হয়েছেন। এছাড়া দেশের ৬ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন