২১ হাজার ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে: সাঈদ খোকন

  21-07-2019 04:36PM

পিএনএস ডেস্ক :ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২১ হাজার ৫৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। রোববার রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ‘বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আমরা আমাদের শহরকে ডেঙ্গু থেকে মুক্ত করতে চাই। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৭টি ওয়ার্ডে প্রতিদিন ৩০টি বাড়িতে মশা নিধন কর্মসূচি চলবে।

মেয়র আরও জানান, বর্তমানে ৬৮টি ভ্রাম্যমাণ স্বাস্থ্য টিম কাজ করছে। কিছু কিছু এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২১ হাজার ৫৭ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসময় সকলকে সচেতন থাকতে এবং নিজ নিজ ঘর বাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান মেয়র।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন