ডেঙ্গুতে একদিনেই আক্রান্ত ৪৭৩

  23-07-2019 10:46PM

পিএনএস ডেস্ক:রাজধানীজুড়ে ডেঙ্গু আতঙ্ক এখন ভয়াবহ রূপ নিয়েছে। নগরবাসী জ্বর হলেই ছুটছেন চিকিৎসকের কাছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গতকালের রেকর্ড ভেঙে শুধু মঙ্গলবার (২৩ জুলাই) সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৩ জন। যার মধ্যে রাজধানীতেই ৪০৭ জন।

বিশেষ কর্নার খুলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে অনেকের জায়গা হয়েছে মেঝেতে। ভয় না পেয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগের ৭ নম্বর ওয়ার্ডে ২০টি শয্যা ছেড়ে দেয়া হয়েছে কেবল ডেঙ্গু রোগীদের জন্য। তবে চাপ বাড়ার সাথে সাথে আতঙ্কও বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে।

রোগীর স্বজনরা বলেন, ডাক্তার হয়ে সে নিজেই ডেঙ্গু থেকে রেহায় পায়নি। এটা দেখে আমাদের ভয় আরো বাড়ছে। এক পরিবারেই একাধিক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বেড়েছে ভোগান্তি।

এ বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা ও সেবা গ্রহণের পরামর্শ নিতে হাসপাতাল যান।

তিনি আরও বলেন, জ্বর হওয়ার পর চোখে ও গায়ে ব্যথা শুরু হয়। তাহলে দ্রুত ডাক্তারের কাছে আসা প্রয়োজন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন