প্রশ্ন তুলতে পারেন এই 'ক্লিনার' আসলে কী 'ক্লিন' করবে?

  15-09-2019 06:02PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয়েছে প্রতি মাসে ৪ লক্ষ ২০ হাজার টাকা - একে আপনি কায়িক শ্রমের মর্যাদা প্রদানের অভূতপূর্ব উদাহরণ বলে বিবেচনা করতে পারেন, নতুবা প্রশ্ন তুলতে পারেন এই ‘ক্লিনার’ আসলে কী ‘ক্লিন’ করবে?

কী ক্লিন করবে সেই উত্তরের আশায় দমবন্ধ করে থাকবেন না যেন, কেননা এই প্রশ্নের উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা বালিশের দাম কেন ৫ হাজার ৯৫৭ টাকা হয়, সেটা ফ্ল্যাটে তুলতে কেন ৭৬০ টাকা খরচ হয় কিংবা যে বইয়ের বাজারমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা সেই বই কেন ৮৫ হাজার ৫০০ টাকা করে কেনা হয়-এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় যখন জবাবদিহির ব্যবস্থা থাকে, তাগিদ থাকে। যে রাজনৈতিক ব্যবস্থাটি জবাবদিহির ঊর্ধ্বে সেখানে আলাদা করে ক্লিনার, বালিশ, বইয়ের হিসাব মিলাবেন না। এগুলো হচ্ছে রোগের লক্ষণ, আসল রোগ মোকাবেলা না করে এর থেকে মুক্তি পাবার সুযোগ নেই। সেই রোগ গণতন্ত্রহীনতা। এই রোগ সারানোর উপায় রাজনীতি। রাজনীতিকে বাদ দিয়ে এর কোনো সমাধান নেই।

(ফেসবুক থেকে সংগৃহীত)


লেখক আলী রিয়াজ : যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন