স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে : প্রধানমন্ত্রী

  16-10-2019 12:07PM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা চালকদের সচেতন থাকতে হবে। সেই সঙ্গে পথচারীদেরও সচেতন হতে হবে। আর স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ কথা জানান প্রধানমন্ত্রী। এসময় রাজধানীরসহ আশপাশের জেলায় যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এর আগে ঢাকা-সিলেট মহাসড়কে চার লেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারসহ বেশকিছু প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন