সৌরবিদ্যুতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

  17-10-2019 12:21AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে উল্লেখ করে বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে সৌদিভিত্তিক বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির দুই সদস্যের এক প্রতিনিধি দল। বুধবার (১৬ অক্টোবর) বিডার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় তারা এ আগ্রহের কথা জানান। এ ক্ষেত্রে বিডার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এ সময় বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা এবং মানসম্মত পণ্যের বিশাল বাজার, সেই সঙ্গে রয়েছে শতভাগ রফতানির সুবিধা। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বিডা প্রস্তুত।’

বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির প্রতিনিধিদল ১২ অক্টোবর বাংলাদেশে সফরে এসেছেন। তারা ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা বিদ্যুৎ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করবেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন