ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

  08-11-2019 09:29AM

পিএনএস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত শুরু হয়। সকালে বৃষ্টি না হলেও আকাশে মেঘ করেছে। ৭ নভেম্বর আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবিলা ও সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসন। স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন