ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

  09-11-2019 02:45PM


পিএনএস ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের মৃদু প্রভাব পড়েছে দক্ষিণ জনপদের জেলা ঝালকাঠিতে।

শনিবার সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়েছে পড়েছে। শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি।

জেলার সুগন্ধা, বিশখালি আর হলতা নদীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

বঙ্গপসাগর নিকটবর্তী জেলার কাঁঠালিয়া উপজেলার জেলেদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসান।

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রাশসকের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

তিনি জানান, জেলায় ৭৪টি সাইক্লোন সেন্টার, স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে। জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কন্টোলরুম খোলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন