পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকা

  10-11-2019 10:29AM


পিএনএস ডেস্ক: মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রেখেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফলে উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। তবে সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

পাটুরিয়া ঘাট শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, হঠাৎ করে মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে ফেরি চলাচল করতে হিমসিম খেতে হয় ফেরির মাস্টারদের। যার কারণে শনিবার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকল ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ সকালে ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়ার উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। সেই সাথে লঞ্চ বন্ধ থাকায় লোকাল বাসে আসা যাত্রীরাও অপেক্ষায় রয়েছেন নদী পারের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন