দেশে ফিরছেন নির্যাতিত সুমি

  13-11-2019 02:47AM

পিএনএস ডেস্ক : আগামী শুক্রবার সৌদি আরবে নির্যাতনের শিকার সুমি আক্তারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) কে এম সালাউদ্দিন জানিয়েছেন, শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন সুমি।

সৌদি আরবের নাজরান শহরের শ্রম আদালত সুমির কফিলের (নিয়োগকর্তা) দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল পরিশোধের আবেদন নামঞ্জুর এবং সুমিকে দেশে ফেরার অনুমতি প্রদানের আবেদন মঞ্জুর করে।

কনস্যুলেট জানিয়েছে, শ্রম আদালতের আদেশের পর সুমিকে তার বর্তমান কফিল তাৎক্ষণিকভাবে দেশে ফেরার চূড়ান্ত অনুমতি দিয়েছেন।

এর আগে সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন সৌদি প্রবাসী নারী সুমি আক্তার (২৬)।

সুমি পঞ্চগড় জেলার বোদা সদর থানার রফিকুল ইসলামের মেয়ে। তার একটি সন্তান রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন