‘দেশ গঠনে আলেম সমাজকে আরো বেশি সম্পৃক্ত করতে চায় সরকার’

  16-11-2019 09:20PM

পিএনএস ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার আলেম ওলামাদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্ব প্রদান করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গঠনে আলেম সমাজকে আরো বেশি সম্পৃক্ত করতে চায় সরকার। দেশ ও দ্বীনের স্বার্থে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত 'বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মুসলিম সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং ধর্মীয় বিধান বিবাহ কাবিনসহ গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার সঙ্গে নিকাহ রেজিস্ট্রাররা সম্পৃক্ত। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তিসহ যাবতীয় সামাজিক সমস্যার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশের নিকাহ রেজিস্ট্রাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি মাওলানা খলিলুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নবনির্বাচিত মহাসচিব মাওলানা কাজি ইকবাল হোসেন, উপদেষ্টা মুফতি শহীদুল্লাহ্, সিনিয়র সহ-সভাপতি কাজি মাওলানা এ এন এম সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কাজি মাওলানা জাকির হোসেন, ময়মনসিংহ জেলা সভাপতি কাজি এনায়েতুর রহমান, গোপালগঞ্জ জেলার সভাপতি কাজি আবু সালেহ আজিজুর রহমান, নরসিংদী জেলা সভাপতি কাজি আলতাফ হোসেন, সিরাজগঞ্জ জেলা সভাপতি কাজি নজরুল ইসলাম ও গাজীপুর জেলার সভাপতি কাজি মাওলানা শরীফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবু জাফর মো. ছালেহ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন