রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার

  16-11-2019 11:28PM



পিএনএস ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসার কক্ষ থেকে আহমেদ মনসুর (মনসুর আলী) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহমেদ মনসুর অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বার্তাকক্ষে কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি বাসার ৬ তলার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাসায় আহমেদ মনসুরসহ আরও দুজন থাকতেন। রাতে সংবাদ পেয়ে আমরা দরজা ভেঙে খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আহমেদ মনসুরের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব-এডিটর পদে যোগ দেন তিনি। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন