কাভার্ডভ্যান মালিকদের সঙ্গে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  20-11-2019 09:26AM



পিএনএস ডেস্ক: অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি নেতাদের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান জানান।

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কতিপয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশ থেকে নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।’

বৈঠকের সময় নির্ধারণ হলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা অপু।

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন