চালের দাম নিয়ে যা বললেন খাদ্যমন্ত্রী

  20-11-2019 02:35PM

পিএনএস ডেস্ক : পরিবহন ধর্মঘটের কারণে চালের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি বিধান সংশোধন চেয়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চালসহ নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘গতবারের চেয়ে এবার ধানের দাম কম আছে। সেহেতু চালের দাম এবার কম হতে হবে এটাই হচ্ছে কথা।’

রপ্তানি করার মতো চাল মজুদ আছে দাবি করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করলে কোনো ব্যবসায়ীকে ছাড় দিবে না সরকার।’

এ সময় শ্রমিকদের পরিবহন ধর্মঘট ১০ দিন থাকলেও চালের দাম বাড়বে না বলে দাবি করেন মন্ত্রী। সেইসঙ্গে গত কয়েক দিনে চালের দাম ৪ টাকার মতো বেড়েছে স্বীকার করে অবিলম্বে আগের দামে ফিরে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার।

উল্লেখ্য, দুই মাসের ব্যবধানে দুই দফা বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে ৭-২০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৪-৬ টাকা।

আড়তদার ও মিলারদের ভাষ্য, মজুদ শেষ হওয়ায় চিকন চালের দাম বাড়ছে। অন্যদিকে চালের মজুত পর্যাপ্ত বলে দাবি করে আসছে সরকার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন