আইএসের টুপি আনা হয়েছিল ‘কারাগার থেকে’: ডিবি

  05-12-2019 03:12PM

পিএনএস ডেস্ক :হলি আর্টিজান রেস্টুরেন্ট হামলা মামলার রায়ের দিন কারাগার থেকেই আসামি জঙ্গিরা মোট তিনটি টুপি নিয়ে আসে বলে জানিয়েছেন এ ঘটনায় ডিএমপির গঠিত তদন্ত কমিটির এক কর্মকর্তা। তিনি জানান, তিনটি টুপির মধ্যে দুটি ছিল সাদা, অন্যটি কালো। রায় ঘোষণা শেষে আদালত থেকে বের হওয়ার সময় রিগ্যান নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক জঙ্গির মাথায় আইএসের সেই কালো টুপিটি দেখা যায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপিতে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, কারাগার থেকে বের হওয়ার সময় তল্লাশি করা হয়েছে। তবে তাদের কাছে যে টুপি ছিল তা রেখে দেয়া হয়নি। বরং নির্বিঘ্নে তাদের টুপি নিয়ে আসতে দেয়া হয়েছে। মোট তিনটি টুপি এসেছিল, এর মধ্যে দুটি সাদা ও একটি কালো টুপি ছিল। তবে কোনও লোগো ফুটেজে ধরা পড়েনি।’

আরেক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কারাগারে কর্মরত কারারক্ষীরা হয়তো বুঝতেই পারেনি এটা সিগনিফিকেন্স। টুপি তো নামাজের অংশ। তাই হয়ত তারা ছেড়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘জঙ্গিদের কাছে এভাবে একাধিক টুপি আসতে পারে। লোগো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে আমাদের তদন্তে ধরা পড়েনি। এমনও হতে পারে, তারা যে টুপি কারাগার থেকে এনেছিল, আদালতে রায় শোনার পর তা তারা উল্টে পড়েছে।’

রিগ্যানের বিষয়ে তিনি বলেন, ‘আইএসের টুপি বিতর্কের পর তদন্তের স্বার্থে তাকে অনেক সংস্থাই জিজ্ঞাসাবাদ করেছে। রিগ্যান কারাগারে এক ধরনের বক্তব্য দিয়েছে, গোয়েন্দা পুলিশের কাছে আরেক ধরনের বক্তব্য দিয়েছে, আবার আদালতে গিয়ে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে।’

আইএস টুপির বিষয়ে তদন্তের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কমিটি দু-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেবে।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অনেককে জিম্মি করে জঙ্গিরা। পরের দিন সকালে সেনা কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান হয়। তার আগেই ১৭ বিদেশি নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। আহত হন অনেকে। ভোরে সেনা কমান্ডো অভিযানে ৫ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন।

ঘটনার ৩ বছর পর গত ২৬ নভেম্বর হলি আর্টিজান মামলায় ৭ জঙ্গিকে ফাঁসি ও অপর একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন