১০ ডিগ্রি সেলসিয়াসে নামল দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  06-12-2019 09:43AM

পিএনএস ডেস্ক: ইতোমধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে দেশের অধিকাংশ অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা। তবে চলতি বছরের মধ্যে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথমবারের মতো সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরবর্তী ৫ দিন রাতের তাপমাত্রা কমতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন