বিএনপির নারী কাউন্সিলর প্রার্থীর অফিস ও বাসায় ভাঙচুর

  12-01-2020 08:05PM

পিএনএস ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছার বাসা ও নির্বাচনী অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সূত্রাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজন এই হামলায় জড়িত বলে দাবি করেছে বিএনপি।

জানা যায়, বিকেল চারটায় কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছা নির্বাচনী গণসংযোগ শুরু করলে পেছনে থেকে তার মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তিনি তার বাসায় চলে গেলে সেখানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

এতে বাসার অধিকাংশ আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে তারা।

ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকেরা এই হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। ওই সময় সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ জানানো হলেও তারা কোন সাড়া দেননি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন