প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধের পরিকল্পনা নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  27-01-2020 09:54PM

পিএনএস ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নাজমা আক্তারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ:
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, চলতি বছরে প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। সারাদেশে বিদ্যালয় গমনযোগী শতভাগ শিশু ভর্তির জন্য সরকার গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং তাদেরকে পাঠদানের সম্পৃক্ত করার জন্য ভর্তি করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের গমনযোগী প্রায় শতভাগ শিশু ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকেও বিদ্যালয়ে ভর্তি ও বিদ্যালয়ে অবস্থান নিশ্চিতকল্পে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণসহ ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন