রাজধানীতে ৪৫ লাখ টাকার জালনোটসহ আটক ৩

  19-02-2020 03:17PM

পিএনএস ডেস্ক:রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটককৃতরা হলেন- মো. কাওসার হামিদ খান (৪৫), মো. হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)।

ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারী প্রিভেনশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া বলেন, সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০মিনিটে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৫ লাখ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, ৪ বান্ডিল জাল টাকা তৈরির কাগজ ও ৪টি প্রিন্টারের কালি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্যান্য পলাতক সহযোগীরা মিলে জাল টাকা তৈরি করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করত। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন