‘মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই’

  20-02-2020 03:10PM


পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে তিনি বলেন, ‘এখানে কোনো নিরাপত্তা হুমকি নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।

‘উন্নত নিরাপত্তা ব্যবস্থা জাতীয় বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে’, বলেন তিনি। অভিজাত এই বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে উল্লেখ করে র্যা ব মহাপরিচালক বলেন, বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন করা হবে এবং র্যা ব সদস্যরা পায়ে হেঁটে ও মোটরসাইকেলে করে টহল দেবেন, সেখানে সাদা-পোশাকে নজরদারির পাশাপাশি ডগ স্কোয়াডও মোতায়েন করা হবে।

এছাড়াও একটি বিশেষ রিজার্ভ বাহিনী কাজ করবে এবং হেলিকপ্টার দিয়েও টহল দেবে র্যামব। সূত্র : ইউএনবি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন