ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়

  21-02-2020 10:26AM

পিএনএস ডেস্ক: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ শ্রদ্ধা জানান।

এ সময় উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, আমাদের একটি প্রমিত, পরিশীলিত ভাষা উন্নয়ন খুবই জরুরি। ভাষা উন্নয়ন যেন শুধু সাহিত্যের ভাষা না হয়। এই ভাষাটি হতে হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা ও প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই এই ভাষার ব্যাপকতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল যে কোনো জাতিগোষ্ঠীর ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। এটাই বিশ্ব সভ্যতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অবদান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন