কচুরিপানা খাবার উপযোগী কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

  22-02-2020 07:43PM

পিএনএস ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কচুরিপানা খাওয়ার ব্যাপারে খারাপ কিছু বলেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কচুরিপানা খাওয়ার ব্যাপারে আমি সংসদে কথা বলেছি। এটি খাওয়া যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি বোঝা যায় এর ফুড ভ্যালু আছে, তাহলে আমরা দেখবো।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রালরোডস্থ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন কত কিছুই খাই। একসময় কচুর লতি খেতাম না, এখন তো খাই। একইভাবে মাশরুমকে আমরা বলতাম ব্যাঙের ছাতা, এখন এটি ভালো খাবার।’

পেঁয়াজের কেজি এখন ১০০ টাকার নিচে দাবি টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরো কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না।

এদিকে রমজানের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হবে। কেউ যেন কোন কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাবেক জাপা নেতা হাজী আব্দুল লতিফ খাঁন, আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদসহ অনেকে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন