শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল রিমান্ডে

  23-02-2020 06:48PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাকিলকে গ্রেফতারকরা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ আব্দুল হামিদ খান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

শীর্ষ সন্ত্রাসী জিসান বিদেশে থাকলেও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে শাকিলের মতো কয়েকজন সহযোগী। ব্যবসায়ী ও অর্থবিত্তশালীদের তারা টাগের্ট করে, দাবি করে মোটা অঙ্কের টাকা। এ রকম বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। চাঁদাবাজিতে শাকিলের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন