জঙ্গিবাদ দমনে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

  26-02-2020 10:20PM

পিএনএস ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনন্য। জঙ্গিবাদ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি দমন করতে গিয়ে আটজন পুলিশ সদস্যকে জীবন দিতে হয়েছে।

বুধবার বিকেলে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন। পরে নেত্রকোনা পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন তিনি।

মতবিনিময়ে আইজিপি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট। তবে এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ কাজ করছে। কম সংখ্যক পুলিশ দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর সেবাদান খুবই কষ্টসাধ্য। তবু পুলিশ অর্পিত দায়িত্ব পালনে চেষ্টা করে যাচ্ছে। দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়া হচ্ছে।

জাবেদ পাটোয়ারী বলেন, ৯৯৯ সার্ভিস চালুর পর গত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিয়েছে বাংলাদেশ পুলিশ। এতে জনগণ খুব উপকৃত হয়েছে। এ সেবা অব্যাহত থাকবে। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বাড়ানো হবে। আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই। তাই থানাগুলোকে সেভাবে গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন