চার টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকা, লাজ ফার্মাকে জরিমানা

  25-03-2020 05:52PM

পিএনএস ডেস্ক: ফকিরাপুল লাজ ফার্মা শাখায় পর্যাপ্ত হ্যান্ড সেনিটাইজার থাকার পরও নেই বলা। অপরদিকে ৪ টাকার হ্যান্ডগ্লাভস ২০ টাকায় বিক্রির দায়ে লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে এ অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

এই প্রসঙ্গে আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা বলেছিল হেক্সসল নেই, অথচ পর্যাপ্ত হেক্সাসল পাওয়া গেছে। চার টাকায় কেনা হ্যান্ডগ্লাভস তারা ২০ টাকায় বিক্রি করছিল। এজন্য লার্জ ফার্মার ফকিরাপুল শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ের পর নির্ধারিত মূল্যে উপস্থিত ভোক্তাদের মাঝে হেক্সিসল (সেনিটাইজার) ও হ্যান্ডগ্লাভস বিক্রি করা হয় বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন