৫০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবেন গাজীপুরের মেয়র

  27-03-2020 06:36PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫০ হাজার পরিবারকে ২৬ কেজি করে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেবেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মহানগরে বসবাস করা হতদরিদ্র দিনমজুর পরিবারগুলোকে ১০ কেজি করে চাল, ১০ কেজি আলু, ২ কেজি তেল, ২ কেজি ডাল ও লবণসহ ১১ জাতের খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশন ও তার লোকজন কর্মহীন হয়ে পড়া দিনমজুরের ঘরে ঘরে এ সব খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। মহানগরের একজন মানুষও যেন খাবারের কষ্ট না করে সে কারণেই তার এই উদ্যোগ গ্রহণ করা। রোববার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শরু হবে।

অন্যদিকে চীন থেকে আনা ৯ লাখ মাস্ক ও বিশেষ গাউন নগরবাসীকে বিতরণ শুরু করেছেন মেয়র। জেলার সকল হাসপাতালের ডাক্তার ও নার্সকেও মাস্ক দেওয়া হবে। শুক্রবার দুপুরের পর গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের হাতে কিছু মাস্ক ও গাউন তুলে দিয়ে তিনি এ কর্যক্রম শুরু করেন। এছাড়াও বৃহস্পতিবার সকালে চীন থেকে ২০ হাজার কিট এনেছেন মেয়র। কিটগুলো তার তত্বাবধানেই রয়েছে।

এ প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করেই কিটগুলো হাসপাতালে পাঠানো হবে। যে সকল হাসপাতালে কিট দিয়ে করোনাভাইরাস শনাক্ত করার অনুমতি ও যন্ত্রপাতি রয়েছে সেসব হাসপাতালেই কিটগুলো পাঠানো হবে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, মেয়রের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। সারা দেশে হাতেগোনা ৮-১০টি হাসপাতাল রয়েছে যেখানে কিটের মাধ্যমে (এন্টি বডি টেস্ট) টেস্ট করার অনুমতি আছে। খুব অল্প সময়ে কিটের মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত করা যায়।

তিনি আশা করেন- খুব শিগগিরই বিভিন্ন হাসপাতালে কিটের মাধ্যমে করোনা শনাক্তকরণের কর্যক্রম শুরু হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন