করোনা রোধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব লন্ডনের

  29-03-2020 06:34AM

পিএনএস ডেস্ক: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা ভাইরাস রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, লর্ড আহমেদ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব দেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজখবর নেন, কেননা তারা ইতোপূর্বে করোনা সংক্রমিত হন। প্রধানমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী প্রাণঘাতি করোনার বিস্তাররোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি করোনাভাইরাস প্রতিরোধে তার সরকরের পদক্ষেপ সম্পর্কেও ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন