দেশে ২৪ ঘণ্টায় করোনায় কেউ আক্রান্ত হয়নি, সুস্থ ১৫

  29-03-2020 12:47PM

পিএনএস ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ফলে আক্রান্তের সংখ্যা ৪৮-ই থাকছে। তবে আক্রান্তদের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। আর করোনায় দেশে মারা গেছেন পাঁচ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ জন।

রোববার (২৯ মার্চ) বেলা ১২টায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।

সম্পর্কিত খবর
ক্ষুধার্ত স্বামী শিকলবন্দী; ভাইরাসে মরতে অইবো না, আমরা উপোসে মইরা যামু
জাপানে করোনার গণ-সংক্রমণ, আক্রান্ত ৫৮
করোনা নিয়ে চিকিৎসকের মর্মস্পর্শী চিঠি
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৬টি কল এসেছে। আমরা ১০৯ জনের নমুনা সংগ্রহ করেছি। নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন