গাজীপুরে ৫৭টি ওয়ার্ড লকডাউনের ঘোষণা মেয়রের

  08-04-2020 01:23PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে নগীরর ৫৭টি ওয়ার্ড লকডাইনের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। সে হিসেবে কাজ করছে প্রশসন। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেক পোস্ট, অহেতুক কাউকে চলাফেরা করতে দেখলেই মেট্রোপলিটন পুলিশ নিচ্ছে আইনগত ব্যবস্থা।

টঙ্গীসহ বিভিন্ন এলাকায় সিটি কর্তৃক করোনা প্রতিরোধ কমিটির লোকজন যত্রতত্র স্থনে জনসমাগম দেখলে তাদের সরিয়ে দেয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা নির্দেশনা দিচ্ছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, সবাইকে সরকারি নিয়ম ও আইন মেলে চলতে হবে। যেহেতু সিটি কর্পোরেশন এলাকা লকডাউনের সিদ্ধান্ত হয়েছে, তাই করোন প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে, অতি প্রয়োজন ব্যতিত সঙ্গবদ্ধ হয়ে কাউকে বাহিরে চলাচল করতে দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর কয়েক হাজার কলকারখানা রয়েছে, গত ৫ তারিখ থেকে ওই কারখানার শ্রমিকরা গাজীপুর অবস্থান করছে। এতে অনেকেটাই করোনা ঝুঁকি রয়েছে, তাই করোনাভাইরাস প্রতিরোধে নগীরর ৫৭টি ওয়ার্ড লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছি। অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন