বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের সদস্য হলেন মামুন আল মাহতাব

  23-05-2020 04:44PM

পিএনএস ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর দক্ষিণ এশিয়া অঞ্চলের স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (STAG) অন ভাইরাল হেপাটাইটিস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান মামুন আল মাহতাব স্বপ্নীল।

সাম্প্রতিক সময়ে লিভার চিকিৎসায় স্টীম সেল থেরাপির উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ডা. স্বপ্নীলকে এই কমিটির মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন অধ্যাপক স্বপ্নীল।

কমিটির কাজ হবে টেকসই উন্নয়নের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ হেপাটাইটিস বি এবং সি রোগীদের রোগ নির্ণয়ের আওতায় আনা এবং মৃত্যুর হার পাঁচ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন