করোনাক্রান্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পিআরও

  28-05-2020 01:28PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. ইফতেখার হোসেন। বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, গত কয়েক দিন ধরে জ্বর ছিল। ২৪ মে টেস্ট করিয়ে পরদিন করোনা পজিটিভ রেজাল্ট পাই।

সাধারণ ছুটিতে যে মন্ত্রণালয়গুলো খোলা রাখা হয়েছে তার মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও একটি। সাবধানতা অবলম্বন করেই কাজ করছিলেন ইফতেখার। চিকিৎসা নিচ্ছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

ইফতেখার জানান, তার বাসার বাকি সদস্যদের টেস্ট করানো হয়েছে বুধবার। তবে এখনো রেজাল্ট পাননি।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন