১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল

  29-05-2020 04:21PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অভ্যন্তরীণ রুটে আগামী ১ জুন থেকে বিমান পরিচালনা করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সীমিত পরিসরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে। বিমান চলাচলে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেটি সকল অপারেটরকে লক্ষ্য রাখতে হবে।

এ সময় সকল বিমান যাত্রীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিমান ভ্রমণের অনুরোধ করেন তিনি।

এর আগে ১৪ মে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের স্থগিতাদেশ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে বিশেষ ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণকারী বিমান এবং কার্গো ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন