করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

  02-06-2020 05:47PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) মর্তুজা আব্দুল কাইয়ুম (৫০)। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এএসআই মর্তুজা আব্দুল কাইয়ুম ফেনীর পরশুরাম উপজেলার রাজষপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে। মৃত্যুকালে আব্দুল কাইয়ুম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তার মরদেহ পরশুরামে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ গ্রাম রাজষপুরে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে, গতকাল সোমবার পরশুরাম উপজেলার বাসিন্দা মো মামুন নামে আরেক পুলিশ সদস্য মারা যান। তিনিও চট্টগ্রামে কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ গ্রাম কালিকাপুরে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন