করোনায় প্রাণ গেল রাজস্ব কর্মকর্তার

  03-06-2020 12:55PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের প্রথম কোনো কর্মকর্তার মৃত্যু হয়েছে। জসীম উদ্দিন মজুমদার নামের ওই কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তার (সুপারিন্টেনডেন্ট) দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জসীম উদ্দিন মজুমদার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন