করোনায় আক্রান্ত ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ

  06-06-2020 08:29PM

পিএনএস ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদ (আল মামুন)। মহামারীকালে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, ত্রাণ কার্যক্রমের তদারকি এবং সরকার প্রদত্ত নিয়মাবলী পালনে ঢাকার মানুষকে উৎসাহিত করায় কাজ করে যাচ্ছিলেন তিনি। গত ৪ জুন তার শরীরে কোভিড-১৯ পজিটিভ বলে স্বাস্থ্য অধিদফতর থেকে এসএমএস-এর মাধ্যমে তাকে জানানো হয়।

এরও আগে থেকে কোভিড-১৯ আক্রান্তের লক্ষণ থাকায় তিনি আইসোলেশনে ছিলেন। এখনো তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ফোনালাপে আল-মামুন বলেন, শারীরিকভাবে কিছুটা দুর্বল অনুভব করলেও আমি বেশ সুস্থ অনুভব করছি। সকলের নিকট দোয়া চাচ্ছি। যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারি। তিনি বলেন, আবারো যেন সুস্থ হয়ে সরকারি কর্মচারী হিসেবে দ্রুত নিজ দায়িত্বে ফিরে দেশের জন্য কিছু করতে পারি এই কামনা করছি।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন