করোনায় অধ্যাপক ডা. গোলাম সারোয়ারের মৃত্যু

  01-07-2020 03:16PM

পিএনএস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১ জুলাই) ভোর ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস' সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক বহন করার ক্ষমতা দান করুন। আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

অধ্যাপক ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের ছাত্র ছিলেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন